অমল সরকার
৫ অগস্ট ২০২৪। গণঅভ্যুত্থানের (mass uprising) মুখে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা (Sheikh Hasina। সরকারি চাকরিকে কোটা বিরোধী ব্যবস্থার অবসান চেয়ে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেষ পর্যন্ত হাসিনা সরকারের পতনের এক দফা অভিযানে পরিণত হয়েছিল। আন্দোলনের সূচনা হয়েছিল গত বছর ১ জুলাই।
বাংলাদেশের একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে, জুলাই-অগস্ট বিপ্লবের বর্ষপূর্তিতে আরও একটি অভ্যুত্থান সংঘঠিত হতে পারে সে দেশে। সেই অভ্যুত্থানের লক্ষ্য রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনকে অপসারণ (to remove President Md Sahabuddin) ।
#REL