দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পাড়ি দিচ্ছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা (Shubhangshu Shukla)। তিনিই হবেন প্রথম ভারতীয় (Indian Astronaut) যিনি ইন্টার ন্যাশনাল স্পেশ (ISS)-এ গিয়ে থাকবেন এবং কাজ করবেন। তাঁকে পাঠাচ্ছে বেসরকারি সংস্থা অ্যাক্সিয়ম স্পেস। এই মিশনের খরচ পড়ছে প্রায় ৭০ মিলিয়ন ডলার—ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৩৮ কোটি টাকা!