দ্য ওয়াল ব্যুরো: মহাকাশে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন লখনউয়ের ছেলে শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। স্পেসএক্স-এর 'গ্রেস' ক্যাপসুল করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (International Space Station) থেকে তিন সঙ্গীকে নিয়ে ফিরছেন তিনি। আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে অবতরণ করবে তাঁদের ক্যাপসুল।
জানা গিয়েছে, আবহাওয়া অনুকূল থাকলে এদিন দুপুরেই ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে ড্রাগন ক্যাপসুল। এরপর স্পেসএক্সের তরফে উদ্ধারকারী দল চার মহাকাশচারী এবং ক্যাপসুলটিকে উদ্ধার করবে।
#REL