দ্য ওয়াল ব্যুরো: মহাকাশের শূন্যতা পেরিয়ে এসে পৃথিবীর টান যেন তাঁর কাছে আরও বিশেষ হয়ে উঠেছে স্ত্রী কামনা এবং ছ’বছরের ছেলে কিয়াশের উপস্থিতি। ১৮ দিন আন্তর্জাতিক স্পেস স্টেশনে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরে স্ত্রী-ছেলের সঙ্গে দেখা করলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। মঙ্গলবারই, আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়ে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে চড়ে একটানা ২২ ঘণ্টার যাত্রার শেষে তিনি হিউস্টনে পৌঁছন।