দ্য ওয়াল ব্যুরো: মহাকাশে ১৮ দিন কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। এখন পৃথিবীর পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। তারই একটি ভিডিও সামনে এল। সেখানে দেখা যাচ্ছে, টলমল পায়েই সোজা যাওয়ার চেষ্টা করছেন, বারেবারে ব্যর্থ হচ্ছেন। তাই তাঁকে সামাল দিতে ছিলেন দু'জন। এককথায়, মহাকাশ থেকে ফিরে আবার নতুন করে হাঁটতে শিখছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন।