দ্য ওয়াল ব্যুরো: মারণরোগ ক্যানসারও থামাতে পারল না হিনা খানকে। একের পর এক কেমোথেরাপি, শরীরে অসহ্য যন্ত্রণা—তবুও থেমে নেই অভিনেত্রী। জীবনের প্রতি গভীর ভালবাসা নিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। আর এই কঠিন সময়েই জীবনে এল এক নতুন সূর্যোদয়—প্রেমিক রকি জয়সওয়ালকে বিয়ে করলেন হিনা। রকি কলকাতার ছেলে।
প্রায় ১৩ বছরের সম্পর্ক, বারবার প্রশ্ন উঠেছে—‘কবে বিয়ে?’ অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী নিজেই শেয়ার করলেন শুভ মুহূর্তের ছবি। একেবারে সাদামাটা আয়োজনে, শুভ্র পোশাকে, হাতে উজ্জ্বল হীরের আংটি—তাঁদের বিয়ের মুহূর্ত যেন আরও আবেগঘন করে তুলল পরিস্থিতিকে।
#REL