দ্য ওয়াল ব্যুরো: সাত পাকে বাঁধা পড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তবে বিয়ে ভারতে নয়—দেশ ছাড়িয়ে বিদেশে, ইউরোপের মাটিতে। জার্মানির বার্লিন প্রাসাদের ছাদে চুপিসারে গাঁটছড়া বাঁধলেন তিনি। বর, বিজেডি-র প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্র।
সূত্রের খবর, ৫১ বছরের মহুয়া এবং ৬৫ বছরের পিনাকী—দু’জনেরই এটা দ্বিতীয় বিয়ে। সম্পর্ক বহুদিনের, কিন্তু তাঁকে আইনি স্বীকৃতি দিলেন এবার। মহুয়ার ঘনিষ্ঠ মহল এই বিয়ের খবর জানতেন বটে, তবে সর্বসমক্ষে এল তা শুক্রবার বার্লিনের ব্রেনডেনবার্গ গেটের কাছে।