দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের উদয়পুর এই ক’দিন যেন রূপকথার রাজপ্রাসাদ। শহরজুড়ে আলো, সঙ্গীত, নাচ, উৎসব—আর তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দু’জন। মার্কিন ফার্মা বিলিয়নেয়ার রামারাজু মণ্টেনার মেয়ে নেত্রা মণ্টেনা (Netra Mantena) এবং ভারতীয়–আমেরিকান টেক উদ্যোগপতি, সুপারঅর্ডার–এর কো-ফাউন্ডার ও সিটিও ভামসি গাদিরাজু (Vamsi Gadiraju)। তাঁদের বহু প্রতীক্ষিত বিয়ের অনুষ্ঠান নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে আলোচনা তুঙ্গে, যেন বলিউড–হলিউডের ‘বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং’ সরাসরি দেখা যাচ্ছে ভারতের লেক সিটিতে।
হলিউড থেকে বলিউড—তারকাদের মেলবন্ধন