দ্য ওয়াল ব্যুরো: শব্দবাজির দিন শেষ! কিন্তু বাজির দুনিয়ায় বুড়িমা এখনও ব্র্যান্ড। এক সময় যাঁর ‘চকোলেট বোমা’ মানেই দীপাবলির চূড়ান্ত উত্তেজনা, সেই বুড়িমা (Burima's Fireworks) এখন কালীপুজোয় (Kali Puja) মাত করছেন ট্যাঙ্ক, ড্রোন আর হেলিকপ্টার নিয়ে।
বেলুড়ের পিয়ারীমোহন মুখার্জি স্ট্রিটে বুড়িমার বাড়ির সামনে এখন হুড়োহুড়ি, কারও হাতে অর্জুন ট্যাঙ্ক, কেউ ড্রোন উড়িয়ে দেখছে কেমন ঘোরে! আট থেকে আশি— সবাই যেন ফের ছেলেবেলায় ফিরে গিয়েছে।