দ্য ওয়াল ব্যুরো: যুজবেন্দ্র চাহাল ও আরজে মাহভাশ নেটদুনিয়ায় এই দু’জনের নাম একসঙ্গে উচ্চারিত হলেই জমে ওঠে গুঞ্জন। কখনও ক্রিকেট মাঠে মাহভাশের উপস্থিতি, কখনও আবার ইনস্টাগ্রামে খোলামেলা কমেন্ট, সব মিলিয়ে তাঁদের ‘বন্ধুত্ব’ নিয়ে চর্চার শেষ নেই।
সম্প্রতি ফের একবার সেই চর্চা মাথাচাড়া দিল মাহভাশের একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে। তিনি ‘উদীয়মান চলচ্চিত্র প্রযোজক এবং উদ্যোক্তা ২০২৫’ সম্মান পেলেন। ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করে নিজের কৃতিত্বের কথা ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। আর সেখানেই এসে ধরা দিলেন চাহাল।
#REL