দ্য ওয়াল ব্যুরো: ভারতের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং জনপ্রিয় আরজে মাহভাশ—দু’জনেই বারবার বলে এসেছেন, তাঁরা “শুধু বন্ধু”। কিন্তু সামাজিক মাধ্যমে তাঁদের গতিবিধি ঘিরে গুঞ্জন থামছেই না। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করল এক ভাইরাল ভিডিও, যেখানে লন্ডনের রাস্তায় একসঙ্গে হাঁটতে দেখা গেছে এই জুটিকে।
ভাইরাল হওয়া ভিডিওটি পোস্ট করেছেন এক ট্র্যাভেল ব্লগার (@travelshotsbyanna)। তাতে দেখা যাচ্ছে, চাহাল ও মাহভাশ পাশাপাশি হাঁটছেন, হাসছেন, এবং পরস্পরের উপস্থিতিতে বেশ স্বচ্ছন্দ। এই দৃশ্য সামনে আসতেই ফের গর্জে উঠেছে ইন্টারনেট।
#REL