দ্য ওয়াল ব্যুরো: চাকরিতে পুনর্বহালের দাবিতে বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে বৃহস্পতিবার থেকে টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। সরকারি সম্পত্তি নষ্ট ও সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৫ শিক্ষককে (SSC Job Deprived Teachers) ডেকেও পাঠিয়েছে বিধাননগর নর্থ থানা (Bidhannagar North Police Station)। অবস্থানের কারণে সমস্যা হচ্ছে বলে স্থানীয়দের একাংশও কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে। এমন অবস্থায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুরও (Bratya Basu) বক্তব্য চাকরিহারাদের যাঁরা অবস্থানে বসেছেন, তাঁরা অচলাবস্থার জন্যই সেখানে বসে রয়েছেন। যা একেবারেই কাঙ্ক্ষিত নয়।