দ্য ওয়াল ব্যুরো: দিল্লি পুলিশের একটি চিঠিকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিয়ে উঠল বাংলা ভাষা-অসম্মান বিতর্ক। অভিযোগ, চিঠিতে বাংলা ভাষাকে 'বাংলাদেশি' ভাষা হিসেবে উল্লেখ করে একধরনের জাতিগত চিহ্নিতকরণের চেষ্টা চালানো হয়েছে। এই চিঠির বিরুদ্ধে সরব হয়েছে বাংলার শাসক দল তৃণমূল (TMC)। এনিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানালেন দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।