দ্য ওয়াল ব্যুরো: ২০১৬-র চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযানকে সরাসরি সমর্থন জানালেন বিজেপির সদ্য নির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, ‘তাঁরা কেন রাস্তায় নামবেন না, তাঁদের জীবন থেকে দশ বছর ‘চুরি’ হয়ে গেছে।’ শুধু তাই নয়, স্পষ্ট ভাষায় সরকারকে বিদ্ধ করলেন তিনি।
শমীক জানান, ‘শুধুমাত্র প্রাতিষ্ঠানিক লুঠ আর কিছু ক্রেতা-বিক্রেতাকে বাচিয়ে রাখার জন্য, এই দুর্নীতিকে আড়াল করার জন্য, পরের টাকা নিয়ে রাজ্য সরকার মুড়ি মিছরি এক করে দিয়েছে। সুপ্রিম কোর্টে যাচ্ছে, সেখান থেকেও তিরস্কৃত হচ্ছে। রাজ্য সরকারের অবস্থান আইনব্যবস্থা, বিচারপতি আদালতের অবমাননা ছাড়া আর কিছু নয়।’