দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের ভাষণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, দীপাবলির আগে বড় সংস্কার হবে পণ্য ও পরিষেবা কর তথা জিএসটিতে (GST)। যাকে বলা হচ্ছে “নেক্সট জেনারেশন” সংস্কার।
প্রধানমন্ত্রীর কথায়, এটা হতে চলেছে মানুষের জন্য এক বিশেষ উপহার। সেই সংস্কারের খসড়া রূপরেখা এখন কার্যত তৈরি। সরকারি সূত্রে জানা গিয়েছে, জিএসটি কাঠামোতে বড় পরিবর্তন এনে করের স্ল্যাব কমিয়ে রাখা হবে মাত্র দুইটি—৫ শতাংশ ও ১৮ শতাংশ। পাশাপাশি বিলাসবহুল পণ্য ও ক্ষতিকর দ্রব্যের জন্য (সিন গুডস) চালু হবে
#REL