দ্য ওয়াল ব্যুরো: অবশেষে বাংলায় ঢুকতে চলেছে বর্ষা। মৌসম ভবন জানিয়েছে, চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষার আনুষ্ঠানিক আগমন ঘটবে। ইতিমধ্যেই মৌসুমি বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে। বর্ষা এগিয়ে আসার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে শুরু হয়ে গিয়েছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি। আগামী কয়েকদিন এই বৃষ্টি চলবে ফলে তাপমাত্রা বেশ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।