দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপর রয়েছে নিম্নচাপ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিমি উপর পর্যন্ত বিস্তৃত এই সাইক্লোনিক সার্কুলেশন ধীরে ধীরে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরবে। আগামী দু’দিনের মধ্যে এটি ঝাড়খণ্ড হয়ে ছত্তীসগড়ের দিকে এগোবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপ সরে গেলেও রাজ্যে বৃষ্টি চলবে আগামী কয়েকদিন।