দ্য ওয়াল ব্যুরো: অভিনয় জগতে আজ তিনি পরিচিত মুখ, দক্ষিণ ভারত থেকে হিন্দি ওয়েব সিরিজ—সবখানেই নজর কেড়েছেন তিনি। কিন্তু কে ভাবতে পারত যে দিল্লির এক মেধাবী মেয়ে, যে একসময় IAS অফিসার হওয়ার স্বপ্ন দেখতেন, তিনি একদিন বলিউড তারকা জন আব্রাহামের বিপরীতে অভিনয় করে ক্যামেরার আলোয় পা রাখবেন?
