দ্য ওয়াল ব্যুরো: চেন্নাইয়ের কাছাকাছি পৌঁছেও শেষমেশ অবতরণ করা গেল না। গুয়াহাটি (Guwahati) থেকে চেন্নাইগামী (Chennai) ইন্ডিগো বিমানে (Indigo Flight) পর্যাপ্ত জ্বালানি না থাকায় সেটিকে হঠাৎ করে ঘুরিয়ে নিয়ে যেতে হল বেঙ্গালুরুতে (Bengaluru)। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে ইন্ডিগোর ৬ই৬৭৬৪ নম্বর ফ্লাইটে।