দ্য ওয়াল ব্যুরো: আম পাড়াকে কেন্দ্র করে এক মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থাকল কোন্নগর। কিশোরকে বেধরক মারধরের অভিযোগ পরিবারের। গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে (Konnagar Minor Boy Injured)। অভিযুক্তর গ্রেফতারির দাবিতে বিক্ষোভ স্থানীয়দের।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সন্ধায়। কোন্নগর মাস্টার পাড়ায় একটি বাড়িতে আমগাছ দেখতে পেয়ে আম পাড়তে যায় দুই কিশোর। তাঁদের হাতেনাতে ধরে ফেলে স্থানীয় এক টোটোচালক। সুযোগ পেয়ে একজন পালিয়ে যায়।
#REL