দ্য ওয়াল ব্যুরো: উত্তরপাড়ার (Uttarpara) আর. কে. স্ট্রিটে বৃহস্পতিবার দুপুরে দুই বৃহন্নলা গোষ্ঠীর বচসা থেকে শুরু হওয়া উত্তেজনায় কার্যত হিমশিম খেতে হল পুলিশকে। শেষ পর্যন্ত একপক্ষের দাবিতে কয়েক জনকে থানায় নিয়ে গিয়েই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রের দাবি, এলাকার একটি আবাসনে নবজাতক জন্মানোর খবর পেয়ে বৃহন্নলাদের এক দল সেখানে হাজির হন। অভিযোগ, তাঁরা মোটা অঙ্কের টাকার দাবিও করেন। পরিস্থিতি জটিল হওয়ায় আবাসন থেকেই পুলিশের কাছে খবর যায়।
#REL