দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে দুরন্ত কায়দায় ওয়ানডে সিরিজ শেষ করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। তিন ম্যাচে দুই শতরান, একখানা অর্ধশতরান, মোট ৩০২ রান—সিরিজ–সেরার পাশাপাশি বছরশেষে দেশের সেরা ওডিআই ব্যাটারের আসনে। আর ঠিক তারপরের দিনই বিরাটকে দেখা গেল একেবারেই অন্য মুডে। ক্রিকেট কিট নয়, সাধারণ পোশাকে বিশাখাপত্তনমের সিমাচলম মন্দিরে (Simhachalam Temple) গিয়ে পুজো দিলেন টিম ইন্ডিয়ার সিনিয়র ব্যাটার।