দ্য ওয়াল ব্যুরো: রাঁচি–রায়পুর মিলিয়ে দু’ম্যাচে দু’দুটি সেঞ্চুরি। বয়স ৩৭ পেরোলেও ব্যাটে ছন্দ, চোখে ক্ষিদে, শরীরে আগ্রাসন—সবকিছু মিলিয়ে বিরাট কোহলি (Virat Kohli) আবার সেই পুরনো ছন্দে। আর তার সঙ্গেই ফিরেছে বহুচর্চিত প্রশ্ন—তিনি কি পারবেন, সত্যিই কি পারবেন শততম সেঞ্চুরির মাইলস্টোন ছুঁতে?
কিছুদিন আগে পর্যন্ত এই সওয়ালে মিশে থাকত নস্টালজিয়া আর আবেগ। সম্ভব-অসম্ভবের ঊর্ধ্বে উঠে বিরাটের অনুরাগীরা চাইছিলেন শুধু তাঁদের প্রিয় তারকাকে খেলতে দেখতে। কিন্তু রাঁচি আর রায়পুরের সেঞ্চুরির পর সমীকরণটা বদলে গেছে। আবার মনে হচ্ছে—কোনও কিছুই অসম্ভব নয়। কঠিন, খুব কঠিন… কিন্তু অসম্ভব নয়।