দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ করেই চোরাগোপ্তা সুইং শানাচ্ছেন ইরফান পাঠান (Irfan Pathan)। বল হাতে নয়, মুখের জবাবে… স্মৃতিচারণে!
দিনকয়েক আগে একটি সাক্ষাৎকারে দাবি করেন, এমএস ধোনির (MS Dhoni) অঙ্গুলিহেলনেই তাঁর কেরিয়ার খতম হয়। গ্যারি কার্স্টেন (Gary Kirsten) কাঠের পুতুলের মতো নীরবে সবটুকু দেখে তাঁকে অধিনায়কের আপত্তির ইঙ্গিতটুকু দিয়েছিলেন মাত্র।