দ্য ওয়াল ব্যুরো: বেআইনি অনলাইন বেটিং অ্যাপের (Online Betting App) সঙ্গে যুক্ত মামলায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না (Suresh Raina) ও শিখর ধবনের (Shikhar Dhawan) ১১.১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত (Suresh Raina, Shikhar Dhawan's Assets Worth Rs 11 Crore Attached) করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
ইডি সূত্রে খবর, বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে রায়নার নামে ৬.৬৪ কোটি টাকার মিউচুয়াল ফান্ড বিনিয়োগ এবং ধবনের নামে ৪.৫ কোটি টাকার একটি অস্থাবর সম্পত্তি।