দ্য ওয়াল ব্যুরো: সলমন আঘাদের বাইশ গজে হারের যন্ত্রণা, এশিয়া কাপে তিন-তিনবার বিধ্বস্ত হওয়ার কষ্ট কি এখনও কাটেনি?
এশিয়া কাপের (Asia Cup 2025) পর থেকেই পাকিস্তান (Pakistan) শিবিরে নানা নাটক চলছে। তারই মধ্যে এবার নতুন রসদ জোগালেন দলের স্পিনার আবরার আহমেদ (Abrar Ahmed)। মাঠের ক্রিকেটে নয়, এবার বক্সিং রিংয়ে নামতে চান তিনি—প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছেন ভারতের (India) প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan)!