দ্য ওয়াল ব্যুরো: নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বের সময়ে ভারতে বাক স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করলেন সালমান রুশদি। এই ব্রিটিশ ভারতীয় উপন্যাসিক ও প্রাবন্ধিক ব্লুমবার্গকে যাওয়ার সাক্ষাৎকারে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন।
#REL
রুশদি বলেছেন, ভারতের সংবাদ মাধ্যম, সাংবাদিক এবং সুশীল সমাজের মানুষ নির্ভয় কথা বলতে পারছেন না। ভারতে তার অনেক বন্ধুবান্ধব আছে জানিয়ে এই লেখক সাক্ষাৎকারে বলেছেন সে দেশে বাক স্বাধীনতা বিপন্ন। তাঁর কথায়, ভারতের এই পরিস্থিতি নিয়ে আমি অত্যন্ত উদ্বিগ্ন।