রফিকুল জামাদার
কেন্দ্রের নতুন ওয়াক্ফ আইন (Waqf amendment act 2025) মানতে প্রথমে অস্বীকার করলেও অবশেষে রাজ্যের ওয়াক্ফ সম্পত্তির (Waqf property) তথ্য সেন্ট্রাল পোর্টালে আপলোড করতে রাজি হল পশ্চিমবঙ্গ সরকার। এ ব্যাপারে কোনও উপায়ন্তরও ছিল না। কেন্দ্রের এই আইন মানতেই হত। সূত্রের খবর, এ ব্যাপারে জেলা শাসকদের কাছে বৃহস্পতিবার সন্ধেয় চিঠি পাঠিয়েছেন সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের সচিব ডঃ পি. বি.