দ্য ওয়াল ব্যুরো: লালকেল্লার বাইরে ভয়াবহ বিস্ফোরণে (Delhi Blast) ১৩ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন দেশের প্রধান বিচারপতি বি আর গাভাই (B R Gavai)। বললেন, এই ঘটনা “কাপুরুষোচিত ও নির্মম”।
শনিবার সকালে সুপ্রিম কোর্ট খোলার সময় প্রধান বিচারপতি বলেন, “গতকাল দিল্লিতে যে কাপুরুষোচিত ঘটনা ঘটেছে, তা নিয়ে আমরা সবাই ব্যথিত। লালকেল্লার বাইরে (Red Fort Blast) গাড়ি বিস্ফোরণে যে প্রাণহানি ও সম্পত্তির ক্ষতি হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক।”
#REL