দ্য ওয়াল ব্যুরো: ‘‘ভারতের বিচারব্যবস্থা চলে আইনের শাসনে (Rule of Law), বুলডোজারের শাসনে (Bulldozer Justice) নয়।’’ মরিশাসে (Mauritius) আয়োজিত মরিস রল্ট স্মারক বক্তৃতায় এমনই মন্তব্য করলেন ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাই (CJI BR Gavai)।
শুক্রবার মরিশাসে ‘রুল অব ল’ বিষয়ক এই বক্তৃতায় ভারতের প্রধান বিচারপতি (CJI) স্পষ্ট করেন, আদালতের রায়ই দেখিয়ে দিয়েছে — আইন মানা বাধ্যতামূলক, সরকার বা প্রশাসন বিচারকের ভূমিকা নিতে পারে না।