দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রধান বিচারপতির (Supreme Court Chief Justice) জন্য নির্ধারিত সরকারি বাসভবন এখনও খালি করেননি প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ( Former CJI DY Chandrachud)। বাড়ি খালি করাতে বাধ্য হয়েই এবার কেন্দ্রীয় সরকারকে চিঠি দিল সুপ্রিম কোর্ট প্রশাসন। যে ঘটনা একেবারেই বেনজির বলা যেতে পারে।
২০২২ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতির পদে ছিলেন বিচারপতি চন্দ্রচূড়। তিনি এখনও দিল্লির লুটিয়েনস এলাকার কৃষ্ণ মেনন মার্গের টাইপ এইট শ্রেণির বাংলোতে থাকেন। ওই সরকারি বাসভবনে তাঁর থাকার বৈধ মেয়াদ শেষ হয়ে গিয়েছে ৩১ মে।