দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালে চরম উত্তেজনা ছড়ায় বারাসত আদালত (Barasat Court) চত্বরে। আইনজীবী (Lawyers) ও পুলিশের (Police) মধ্যে ধাক্কাধাক্কি, মারামারির ঘটনা ঘটে। বিক্ষোভ সামাল দিতে গিয়ে গুরুতর জখম হন এক পুলিশ কর্মী। পাশাপাশি খবর করতে গিয়ে আহত হন কয়েকজন সাংবাদিকও (Journalist)।
সম্প্রতি বারাসত আদালতের দুই আইনজীবীর ওপর হামলার অভিযোগ ওঠে। ঘটনায় অভিযুক্ত কয়েকজনকে গ্রেফতার (Arrest) করা হয়। সোমবার সেই ধৃতদের আদালতে পেশ করার কথা ছিল। তাই আগে থেকেই আদালত চত্বরে বিক্ষোভ দেখাচ্ছিলেন কয়েকজন আইনজীবী। তবে অভিযুক্তরা উপস্থিত হতেই অশান্তি বাড়ে।