দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় শিশু মৃত্যুর ঘটনায় ‘কোলড্রিফ’ সিরাপ উৎপাদনকারী সংস্থার বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য পেল তামিলনাড়ুর ড্রাগ কন্ট্রোল দফতর। তদন্তে উঠে এসেছে ভয়ঙ্কর অনিয়ম ও মারাত্মক স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ছবি।
তামিলনাড়ুর ওই ড্রাগ কন্ট্রোল টিম সিরাপ তৈরির কারখানায় গিয়ে দেখে, ন্যূনতম পরিষ্কার-পরিচ্ছন্নতা মানা হয়নি। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল কাশির ওষুধ। ৩৫০টিরও বেশি নিয়ম ভঙ্গের প্রমাণ মিলেছে। দক্ষ কর্মীর অভাব, পর্যাপ্ত যন্ত্রপাতি ও নিরাপদ উৎপাদন ব্যবস্থার ঘাটতিও ধরা পড়েছে।
#REL