দ্য ওয়াল ব্যুরো: সালটা ২০১২। আইপিএল ফাইনাল জিতল কেকেআর। আনন্দে আত্মহারা হল শহর। আইপিএল নিয়ে উন্মাদনা তখন বেশ ভালই ছিল সকলের মধ্যে কম-বেশি। আট থেকে আশি খেলা বুঝুক না বুঝুক, এটা অন্তত জানতেন শাহরুখের দল, বাংলার দল। ফলে জিতেছে মানে সেলিব্রেশন তো বনতা হ্যায়। এদিকে মুখ্যমন্ত্রীর কুর্শিতে নতুন মমতা বন্দ্যোপাধ্যায়ও কিং খানের 'দিদি' হিসেবে বিরাট আয়োজন করলেন। সিএবি সাহায্য করল। এলাহি ব্যাপার ইডেন গার্ডেন্সে। সকলের জন্য বিনামূল্য শাহরুখ দর্শনের ব্যবস্থা হল রাতারাতি। ব্যাস, উদযাপনের দিন সকাল থেকেই তিল ধারনের জায়গা নেই ইডেনে। সমস্ত সেলিব্রেশন শেষে সেদিন গেটের বাইরে অসংখ্য জুতোর ছেঁড়া