দ্য ওয়াল ব্যুরো: শ্যামনগর (Shyamnagar) সকাল থেকে উত্তেজনা তুঙ্গে। অভিযোগ, পীরতলা এলাকায় একা বাড়িতে পেয়ে ৭৫ বছর বয়সি এক বৃদ্ধাকে (Old Woman) গলা টিপে খুন করেছে পাড়ারই এক ব্যক্তি। নিহতের নাম প্রতিমা বেরা। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের অন্তর্গত জগদ্দল বিধানসভার ২৩ নম্বর ওয়ার্ডে।
অভিযোগের আঙুল পাশের পাড়ার বাসিন্দা বিপ্লব সরকারের দিকে। পুলিশ সূত্রে খবর, তিনি শ্যামনগরেই থাকেন। দীর্ঘদিন ধরেই প্রতিমা দেবী একা থাকতেন নিজের বাড়িতে। সেই সুযোগই কাজে লাগায় বিপ্লব।