দ্য ওয়াল ব্যুরো: সেই রাজার আমলে তৈরি হয়েছিল মদনমোহনের রথ। তারপর ১৩৬ বছর কেটে গেছে। সেই রথে চড়ে মাসির বাড়ি যেতেন কোচবিহার রাজবাড়ির কূলদেবতা মদনমোহন। তবে এবার নতুন ইতিহাস গড়তে চলেছে কোচবিহার। মদনমোহনের শতাব্দী প্রাচীন সেই রথ বাতিল হতে চলেছে। এবছর থেকে নতুন রথে চড়ে মাসির বাড়ি যাবেন মদনমোহন। আর তাই রথ তৈরি প্রস্তুতি এখন তুঙ্গে।