দ্য ওয়াল ব্যুরো: চুঁচুড়া শহরের কেন্দ্রস্থলে চারমাথা মোড়ে রয়েছে “এডওয়ার্ডিয়ান ক্লক টাওয়ার”। যা ঘড়ির মোড় নামে পরিচিত। সাবেক ডাচেদের শহর চুঁচুড়ার দখল নেওয়ার পর ইংল্যান্ডের রাজা সপ্তম এডওয়ার্ডের স্মৃতিতে স্থাপন করা হয় এই ঘড়িস্তম্ভ। ইংল্যান্ড থেকে আনা হয় এই ঘড়ি। হেরিটেজের মর্যাদা পাওয়ার পরও রক্ষণাবেক্ষণের অভাবে পড়ে রয়েছে এই স্মৃতিস্তম্ভ। স্তম্ভ ঘড়িটি চারিদিকে যে চারটি আলোর স্তম্ভ রয়েছে সেগুলি প্রায় দু'বছর হল নিভে গেছে। এ বিষয়েই চুঁচুড়াবাসী আক্ষেপের সুরেই বলেন এটি শুধুমাত্র স্মৃতিফলক হয়ে রয়েছে।
দ্য ওয়াল ব্যুরো: তালপাতাকে কাঁচি দিয়ে কেটে সেপাইয়ের মতো আকৃতি দেওয়া হতো। এরপর হাত ও পা সুতো দিয়ে সেলাই করে একটি কাঠি দিয়ে জুড়ে দিয়ে রং করে দেওয়া হতো। দুই আঙুলের চাপে সেই কাঠি ঘোরালেই মনে হতো যেন সেপাই দৌড়াচ্ছে। এভাবেই তালপাতার সেপাই তৈরি করতেন শিল্পীরা। একসময়ে শিশুদের কাছে খেলনা বলতে ছিল তালপাতার সেপাই। এই তালপাতার সেপাই নিয়ে খেলার মধ্যে দিয়েই আনন্দ খুঁজে পেত শিশুরা। আস্তে আস্তে আধুনিক নানা খেলনা বাজারে এসে যাওয়ার পরে হারিয়ে গেছে তালপাতার সেপাই।
দ্য ওয়াল ব্যুরো: একসময় হাওড়ার এই কারখানা থেকে রশি গেলে তবেই টান পড়ত পুরীর জগন্নাথদেবে রথে। এক আধ বছর নয়, ১৯৭১ সাল থেকে বজায় ছিল এই ধারা। করোনার সময় তাতে বিরতি পরে। তারপর আর পুরী থেকে ২২০ মিটার লম্বা রথের রশির অর্ডার আসেনি হাওড়ার আলমপুরের এই কারখানায়। তাই রথের দিন যখন গুন্ডিচা মন্দিরে যাওয়ার প্রস্তুতি নেন পুরীর জগন্নাথদেব, তখন দীর্ঘশ্বাস পরে এখানকার শ্রমিকদের। এই ঐতিহাসিক সংযোগের কথা আজ অনেকে না জানলেও পুরোনো মানুষজন তা ভোলেন কী করে!
দ্য ওয়াল ব্য়ুরো: বর্ষার শুরুতেই বিপত্তি। বৃষ্টিতে ডুবল সিমলাপাল সেতু। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাঁকুড়া ও ঝাড়গ্রামের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর থেকেই সেতুর উপর দিয়ে বইতে শুরু করে শিলাবতী নদীর জল। আর তাতেই বিপাকে পড়েন যাত্রীরা।
দ্য ওয়াল ব্যুরো: ওবিসি-বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট, কী বললেন মমতা?ওবিসি-বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট, কী বললেন মমতা?ওবিসি-বিজ্ঞপ্তির উপর স্থগিতাদে