দ্য ওয়াল ব্যুরোঃ ব্যাঙ্ক লেনদেনে নিরাপদ ও বিশ্বাসযোগ্য পদ্ধতি হিসাবে ধরা হয় আরটিজিএসকে। সেই নিরাপদ জায়গায় আঘাত হানছে সাইবার প্রতারকরা। যা নিয়ে চিন্তিত পুলিশও। হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান, গত মাসের ৩০ তারিখ সাইবার থানায় একটি অভিযোগ করেন গৌরব দত্ত। পান্ডুয়ার মায়া অটোমোবাইল সংস্থার ক্রেডেনশিয়াল ব্যবহার করে পান্ডু য়া অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে আরটিজিএস এর মাধ্যমে ২৬ লক্ষ ৮৭ হাজার টাকা গায়েব করে দেওয়া হয়।