দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদ এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় মৃতদের মধ্যে ২৫ বছর বয়সি এয়ার হোস্টেস লামনুনথিয়েম সিংসন-ও একজন। বৃহস্পতিবার তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার জানিয়েছে ঘটনার সঙ্গে যুক্ত একটি সূত্র।