দ্য ওয়াল ব্যুরো: পার্থে অ্যাশেজের প্রথম টেস্ট দু’দিনেই শেষ হওয়ায় বিপাকে ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। নির্ধারিত তৃতীয় ও চতুর্থ দিনের টিকিট বিক্রি থেকে যে আয়ের হিসেব ছিল, তা এক ধাক্কায় উধাও। হিসাবমাফিক ক্ষতি ৩০ লাখ মার্কিন ডলার—ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৫ কোটি টাকা!
পার্থ টেস্টে রানের ঝড়, দ্রুতলয়ে ব্যাটিং এবং তড়িঘড়ি উইকেট পতন—সব মিলিয়ে দ্বিতীয় দিনের শেষেই লড়াই খতম। ট্র্যাভিস হেডের (Travis Head) সেঞ্চুরি এবং ইংল্যান্ডের আক্রমণাত্মক পরিকল্পনা ম্যাচকে দ্রুত সমাপ্তির পথে এগিয়ে দেয়। যে কারণে অস্ট্রেলিয়ার বোর্ডের আর্থিক উদ্বেগ একধাক্কায় বহু গুণ বেড়েছে।