দ্য ওয়াল ব্যুরো: পুনরায় রক্তাক্ত হল গাজা। সোমবার ইজরায়েলের বিমান হামলায় দক্ষিণ গাজার (Israel attack on Gaza) নাসের হাসপাতালে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন তিন সাংবাদিকও।
প্যালেস্তিনীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের দাবি, হামলায় নিহতদের মধ্যে রয়েছেন রয়টার্সের চিত্র সাংবাদিক হুসাম আল-মাসরি। তিনি রয়টার্সের সঙ্গে চুক্তিতে কাজ করতেন। রয়টার্সের আরও এক সাংবাদিক গুরুতর জখম হয়েছেন। তাঁর নাম হাতেম খালেদ।
#REL