দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহশুরুর দিনই টেস্ট থেকে অবসর (Virat Kohli Retirement) নিয়েছেন বিরাট কোহলি। তার আগের সপ্তাহে, বুধবার, সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মাও (Rohit Sharma Retirement)। এর ফলে আগামী দিনে কে হতে চলেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক, এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আতান্তরে বিসিসিআই-ও (BCCI)। আসন্ন ইংল্যান্ড সিরিজ (England Series)। তার জন্য দল বাছাই হবে আগামী কয়েক দিনের মধ্যে। সেখানেই জানা যাবে, কে হতে চলেছেন ভারতীয় দলের টেস্ট অধিনায়ক।