দ্য ওয়াল ব্যুরো: ‘বিরাট সম্মান’ এবং ‘গুরুত্বপূর্ণ দায়িত্ব’। টিম ইন্ডিয়ার (Team India) টেস্ট দলের অধিনায়ক নির্বাচনের পর শুভমান গিল (Shubhman Gill) তাঁর দায়িত্বকে এই দুটো শব্দবন্ধ দিয়ে ব্যাখ্যা করলেন।
গতকালই জাতীয় নির্বাচকদের তরফে আসন্ন ইংল্যান্ড ট্যুরের (England Series) জন্য টিম বাছাই করা হয়েছে। দলের অধিনায়ক কে হন, সেই নিয়ে তর্ক-বিতর্ক, আলাপ-আলোচনা চলছিল। সংবাদমাধ্যমে শুভমানকে অ্যাডভান্টেজ দিয়েছিল ঠিকই। কিন্তু এর পাশাপাশি ভেসে উঠছিল জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), কেএল রাহুলের (KL Rahul) মতো ক্রিকেটারদের নামও।
দ্য ওয়াল ব্যুরো: আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য দল বাছাই শুরু হয়েছে। সেখানে টিমের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হতে পারে শুভমান গিলকে। সহ-অধিনায়ক হতে চলেছেন ঋষভ পন্থ ও কেএল রাহুলের মধ্যে একজন।
দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে ঘাম-ঝরানো নেট সেশনে মজে রয়েছেন গুজরাত টাইটানসের (Gujrat Titans) ক্রিকেটাররা। কেউ পাওয়ার হিটিং স্কিলে শান দিচ্ছেন। কেউ কী হতে পারে ডেথ ওভারের রণকৌশল—সেই নিয়ে মশগুল।
এ সবের থেকে সরে গিয়ে কিছুক্ষণের বিরতি, খানিক বিশ্রামের পর নেটে নামলেন দলের অধিনায়ক শুভমান গিল (Shubhman Gill)। কিন্তু চার-ছক্কা মেরে নিজের অস্ত্র আরও ধারালো করা নয়, গুজরাতের নির্ভরযোগ্য ওপেনারকে দেখা গেল লাল বলে প্র্যাকটিস করতে। সিমারদের বিরুদ্ধে ডিফেন্স করে গেলেন। কখনও ছাড়লেন, কখনও স্ট্রেট ড্রাইভ মারলেন।
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড সফরে (England Series) যেতে চেয়েছিলেন। অধিনায়ক হিসেবে। তারপর সিরিজের মাঝপথে নিতে চান অবসর (Rohit Sharma Retirement)।
টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর এমন নকশাই বুনেছিলেন রোহিত শর্মা। ঠিক মহেন্দ্র সিং ধোনির কায়দায়। মাহি ২০১৪ সালের ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার মাঠে লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ান। মেলবোর্ন টেস্ট ড্র হতেই টেস্টকে বিদায় জানান ধোনি। শেষ টেস্টে নেতৃত্ব দেন কোহলি।
দ্য ওয়াল ব্যুরো: মধ্যে পাঁচদিনের ব্যবধান। টিম ইন্ডিয়ার (Test India) টেস্ট টিম (Test Team) থেকে অবসর নিয়েছেন দুই তারকা ক্রিকেটার। একজন রোহিত শর্মা (Rohit Sharma), অন্যজন বিরাট কোহলি (Virat Kohli)।
আর এই সূত্রেই উঠতে শুরু করেছে একের পর এক প্রশ্ন। দীর্ঘমেয়াদি চিন্তা: এমন একটি দল তৈরি করা, যারা লাল বলের ক্রিকেটকে ধারাবাহিকভাবে শাসন করতে পারবে, শুধু দেশের মাটিতে নয়, বিদেশের জমিতেও একাধিপত্য ধরে রাখবে।