দ্য ওয়াল ব্যুরো: একজন রাজা… কিং। অন্যজন রাজপুত্র… প্রিন্স।
২০১৮ সালে রাজা ইংল্যান্ড সফরে এসেছিলেন যখন, তাঁর রাজপাট নিয়ে প্রশ্ন উঠেছিল। নিন্দুকদের চোখা প্রশ্ন আর সমালোচকদের বাঁকা সওয়ালের জবাব স্ট্রেট ব্যাটে দিয়েছিলেন ‘কিং’ কোহলি। এই এজবাস্টনের মাটিতেই! প্রথম ইনিংসে খেলতে নেমে হাঁকান ১৪৯ রান। দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি। বিরাট কোহলি ব্যাট হাতে যতটা না আগ্রাসী ছিলেন, শতরান করে তার চেয়েও বেশি আগ্রাসন ঝরে পড়ে। হেলমেট খুলে স্বভাবসিদ্ধ ঔদ্ধত্য আর দাপট… ফেটে পড়েন উচ্ছ্বাসে। ছাড়েন হুঙ্কার… ‘কাম অন’! বুক চিতিয়ে, দু’হাত ছড়িয়ে!