দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে ঘাম-ঝরানো নেট সেশনে মজে রয়েছেন গুজরাত টাইটানসের (Gujrat Titans) ক্রিকেটাররা। কেউ পাওয়ার হিটিং স্কিলে শান দিচ্ছেন। কেউ কী হতে পারে ডেথ ওভারের রণকৌশল—সেই নিয়ে মশগুল।
এ সবের থেকে সরে গিয়ে কিছুক্ষণের বিরতি, খানিক বিশ্রামের পর নেটে নামলেন দলের অধিনায়ক শুভমান গিল (Shubhman Gill)। কিন্তু চার-ছক্কা মেরে নিজের অস্ত্র আরও ধারালো করা নয়, গুজরাতের নির্ভরযোগ্য ওপেনারকে দেখা গেল লাল বলে প্র্যাকটিস করতে। সিমারদের বিরুদ্ধে ডিফেন্স করে গেলেন। কখনও ছাড়লেন, কখনও স্ট্রেট ড্রাইভ মারলেন।