দ্য ওয়াল ব্যুরো:টিম ইন্ডিয়া ইংল্যান্ডে নামার পর পঞ্চাশ দিন কেটে গিয়েছে। দুই দলের চলতি টেস্ট সিরিজ এখন শেষ পর্বে। ৩১ জুলাই থেকে ওভালে শুরু হবে পঞ্চম তথা শেষ টেস্ট (England vs India Fifth Test, Oval
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় টেস্ট দলটা ঠিক কার হাতে? অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill)? নাকি ড্রেসিংরুমে তাঁকে দাবিয়ে রেখে মাথাচাড়া দিচ্ছেন হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)? চতুর্থ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া যখন কোণঠাসা, তখন এই মৌলিক প্রশ্ন ক্রিকেট মহলে ঘুরপাক খাচ্ছে।
আর এই ইস্যুতেই এবার সরাসরি ময়দানে সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। ক্ষুব্ধ কিংবদন্তির সাফ কথা, ‘এটা শুভমানের দল, গম্ভীরের নয়। অধিনায়কই সব সিদ্ধান্ত নেবে। দোষারোপ হবে যখন, তখনও তো তাকেই সবকিছু শুনতে হবে!’
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড বনাম ভারতের চলতি টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের (England vs India Fourth Test) চতুর্থ দিনে ঘটনার ঘনঘটা। অধিনায়ক বেন স্টোকসের ব্যাটে ভর করে ম্যাঞ্চেস্টার টেস্টে (Manchester) রানের পাহাড় তৈরি করে ইংল্যান্ড। এদিন বেশ কিছু রেকর্ড করেছেন স্টোকস।
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড-ভারত চতুর্থ টেস্টের (England vs India Fourth Test) প্রথম ইনিংসে ভারতীয় পেসারদের অবলীলায় খেলেছেন ইংল্যান্ড ব্যাটাররা। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, অংশুল কম্বোজরা কোনও সুবিধা করতে প
দ্য ওয়াল ব্যুরো: চারটে টেস্ট চলে গেল। অথচ ইংল্যান্ডের মাটিতে একটি ম্যাচেও জায়গা পেলেন না কুলদীপ যাদব। আর তাতেই তেড়েফুঁড়ে উঠলেন তাঁর কোচ কপিল পাণ্ডে। সরাসরি আঙুল তুললেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমান গিলের দিকে। কটাক্ষের সুরে বললেন, ‘কোনও কাকতালীয় ব্যাপার নয়। এটা ষড়যন্ত্র। এর পিছনে গম্ভীর-গিল জোটের হাত রয়েছে!’
জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার কথা, কয়েক মাস আগেও, হাওয়ায় কান পাতলে শোনা যায়নি। রোহিত শর্মার আকস্মিক অবসর, জাতীয় ক্রিকেটে ডামাডোল, অনেক প্রশ্ন, বিতর্ক, গুঞ্জন… তারপর বাকিদের ঠেলে নির্বাচকদের পছন্দের পাত্র হয়ে ওঠা। মাত্র পঁচিশ বছর বয়সেই টিম ইন্ডিয়ার নেতৃত্ব। এই সাফল্য রেকর্ড না হলেও আলোচনায় আসার যোগ্য। এবং খুব সঙ্গত কারণেই আলোচনায় এসেছেন শুভমান।