দ্য ওয়াল ব্যুরো: একদিকে আলো। অন্যদিকে অন্ধকার।
একদিকে দুই ইনিংস মিলিয়ে পাঁচ-পাঁচটি শতরান, ৩৭১ রানের প্রকাণ্ড টার্গেট। অন্যদিকে এন্তার ক্যাচ মিস, লোয়ার অর্ডারের সমূহ ব্যর্থতা।
আর দুইয়ের যোগফল: হেডিংলে টেস্টের প্রায় সমস্ত সেশনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে থেকেও অন্তিম যুদ্ধে পরাজয়। অধিনায়ক হিসেবে এটাই ছিল শুভমান গিলের প্রথম পরীক্ষা। আইপিএলের দুর্যোগ সামলে, সমালোচনার বোঝা মাথায় খেলতে নেমেছিলেন ঋষভ পন্থও। দুজনে হাতে হাত মিলিয়ে বিস্তর রান তুললেন ঠিকই, কিন্তু হার এড়াতে পারলেন না।