দ্য ওয়াল ব্যুরো: শনিবারই আনুষ্ঠানিক ঘোষণা, কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অনেক আগে! নতুন যুগের সূচনা নিঃশব্দেই সেরে ফেলে বিসিসিআই (BCCI)। ভারতীয় ওয়ানডে দলের নেতৃত্ব থেকে রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে নতুন অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে (Shubman Gill)। এখন জানা যাচ্ছে, এই খবর রোহিতের কাছে নতুন নয়—তিনি নাকি অনেক আগেই জেনে গিয়েছিলেন ‘অপসারণে’র কথা!