দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড সফর শুরুর আগে তাঁকে শুধু ‘ঘরের মাঠের রাজা’ বলেছিলেন কৃষ্ণামাচারী শ্রীকান্তের মতো প্রাক্তন ক্রিকেটার। আরও অনেকেই সন্দেহ তুলেছিলেন বাইরের মাঠে, বিশেষ করে ‘সেনা দেশে’র বিরুদ্ধে পারফরম্যান্স নিয়ে। ভারতের পাটা পিচে শুভমান গিল যতটা দক্ষ খেলুড়ে, বিদেশের জমিতেও কি ততটাই আগ্রাসী? গড়ের অনুপাতকে হাতিয়ার করে সমালোচকদের একটা বড় অংশ বুঝিয়ে দেন: এটাই সত্যি।