দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কলকাতা টেস্টে ভারতের বড় ধাক্কা। মাঠের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার লিড ১০০ ছাড়িয়েছে। অন্যদিকে মাঠের বাইরে দ্বিতীয় দিনের শেষে যে আশঙ্কা তৈরি হয়েছিল, তৃতীয় দিনের শুরুতেই তা নিশ্চিত। ভারতের অধিনায়ক শুভমান গিল আর নামতে পারবেন না ইডেনে। শনিবার মাঠেই অস্বস্তি দেখা দেওয়ার পর তাঁকে রাতে তড়িঘড়ি ভর্তি করা হয় কলকাতার বেসরকারি হাসপাতালে (Woodlands Hospital)। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুভমানকে শুরু থেকেই রাখা হয়েছে আইসিইউতে, তবে গুরুতর কোনও কারণে নয়, কেবল পর্যবেক্ষণের জন্য।