দ্য ওয়াল ব্যুরো: টেস্ট ক্রিকেটে ইতিহাসের নয়া অধ্যায় লেখার সামনে শুভমান গিল (Shubhman Gill)। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে (Eng vs Ind) ইতিমধ্যে সাতশোর উপর রান তুলে ফেলেছেন। ওভাল টেস্ট শুরু হচ্ছে আজ। দলকে জেতানোর পাশাপাশি দুটি ব্যক্তিগত মাইলস্টোন দখলের দিকেও তরুণ অধিনায়কের চোখ থাকবে। যার একটি সুনীল গাভাসকরের (Sunil Gavaskar), অন্যটির মালিক স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান (Donald Bradman)!
দ্য ওয়াল ব্যুরো: শুভমান গিল (Shubhman Gill), গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও সিতাংশু কোটাক (Sitangshu Kotak) কাল ওভালের (Oval Test) পিচের সামনে দাঁড়িয়েছিলেন। পর্যবেক্ষণ করছিলেন বাইশ গজে ঘাস আছে কি না। হতে পারে সেটা বোলার বাছাইয়ের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু তারপরই তিনজনের নজর চলে যায় দূরে। যেখানে আলাদা করে ব্যাটিং প্রস্তুতি চালাচ্ছিলেন ধ্রুব জুরেল। ঋষভ পন্থের জায়গায় আজ যিনি প্রথম একাদশে নামতে চলেছেন।
দ্য ওয়াল ব্যুরো:টিম ইন্ডিয়া ইংল্যান্ডে নামার পর পঞ্চাশ দিন কেটে গিয়েছে। দুই দলের চলতি টেস্ট সিরিজ এখন শেষ পর্বে। ৩১ জুলাই থেকে ওভালে শুরু হবে পঞ্চম তথা শেষ টেস্ট (England vs India Fifth Test, Oval
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় টেস্ট দলটা ঠিক কার হাতে? অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill)? নাকি ড্রেসিংরুমে তাঁকে দাবিয়ে রেখে মাথাচাড়া দিচ্ছেন হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)? চতুর্থ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া যখন কোণঠাসা, তখন এই মৌলিক প্রশ্ন ক্রিকেট মহলে ঘুরপাক খাচ্ছে।
আর এই ইস্যুতেই এবার সরাসরি ময়দানে সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। ক্ষুব্ধ কিংবদন্তির সাফ কথা, ‘এটা শুভমানের দল, গম্ভীরের নয়। অধিনায়কই সব সিদ্ধান্ত নেবে। দোষারোপ হবে যখন, তখনও তো তাকেই সবকিছু শুনতে হবে!’