দ্য ওয়াল ব্যুরো: মাঝে কেটে গিয়েছে প্রায় দু’দশক।
যাঁদের সেদিন শৈশব, তাঁরা আজ উত্তরতিরিশে। কৈশোরে ছিলেন যাঁরা, তাঁদের বিগতযৌবন।
বছর গড়িয়ে দশক। কিন্তু সময়ের প্রলেপে স্মৃতিতে এতটুকু মরচে ধরেনি। ইডেন গার্ডেনস। ২০০১ সালের মার্চ মাস। মহানগরীর শীত ধীরপায়ে বিদায় নিচ্ছে। বেলা বাড়ছে। দুপুর গড়াতে রোদের আঁচ গায়ে ছোবল মারছে।