দ্য ওয়াল ব্যুরো: কখনও একে অপরের ভালোবাসায় গড়া গল্প, কখনও বিচ্ছেদের কাঁটা—‘সূর্য’ আর ‘দীপা’র গল্প দিয়েই শুরু হয়েছিল ‘অনুরাগের ছোঁয়া’ সিজন ১। দর্শক হৃদয়ে জায়গা করে নেয়া এই জুটি—‘সুদীপা’—অনেক ওঠা-পড়া পার করেও একে অপরকে কখনও ছেড়ে যায়নি। কিন্তু সব কিছুরই শেষ আছে। এই যেমন শেষ হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’ সিজন ১।
শুরু হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’ সিজন ২। পর্দায় নতুন রূপে দেখা যাচ্ছে দীপা স্বস্তিকা ঘোষকে ‘সুদীপা’ হিসেবে। তবে ‘সূর্য’ দিব্যজ্যোতি দত্ত এবার স্ক্রিনে থাকবেন না। ৪ বছরের যাত্রা, মজা, হাসি-কান্না—সবই সমাপ্ত।