বিহঙ্গী বিশ্বাস, পুরী
ভোর চারটে। আকাশ তখনও আধো অন্ধকার। সবুজ রঙা বালুচরী শাড়িতে শুভশ্রী, যেন ঠিক তাঁরই চরিত্র—নটী বিনোদিনীর মতোই রাজসিক, ভাবগম্ভীর। গলায় ভারি গয়না, মুখে প্রশান্তির ছায়া। তিনি পা রাখলেন পুরীর জগন্নাথ ধামে। আজ ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শেষ দৃশ্যের শুটিং। নাট্যাচার্য গিরীশচন্দ্র ঘোষের সঙ্গে দেখা। একান্ত কথোপকথন, আবেগপ্রবণও বটে। এবং কাট...